গাজীপুরের টঙ্গীতে সিমেন্ট কারখানার কংক্রিট মিক্সারের উল্টে যাওয়া গাড়ির নীচে চাপা পড়ে অপর এক ট্রাকের চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রবিন মিয়া (২৬)। তিনি গাইবান্ধা সদর উপজেলার টেঙ্গুরজানী গ্রামের আবুল কাসেমের ছেলে।
জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন জানান, সোমবার রাতে গাজীপুর মহানগরীতে টঙ্গীর মিলগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ পাশে কয়েকটি ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল। রাত সাড়ে ১২টার দিকে এক ট্রাকের চালক রবিন মিয়া মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী ক্রাউন সিমেন্ট কোম্পনীর কংক্রিট মিক্সারের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পথচারী রবিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উল্টে যাওয়া ওই গাড়ি সরিয়ে নীচে চাপা পড়া রবিনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।