যানবাহনের বিপদের সঙ্গী পার্টস চাই ডট কম বিশ্বের অন্যান্য সব উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও খুব দ্রুতগতীর সাথে বেড়ে চলছে নানাবিধ প্রযুক্তি নির্ভর ব্যবসা। বর্তমান যুগে এই প্রযুক্তি নির্ভর ব্যবসার কথা বলতে গেলে সবার আগে আসে ই-কমার্স ব্যবসার ডিজিটাল যুগের অনলাইন ধারা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনেকগুলো ই কমার্স প্রতিষ্ঠান এখন আছে।আজ আমরা কথা বলবো তেমনি একটা প্রতিষ্ঠান নিয়ে। যারা বিক্রয় করে যাবতীয় যানবাহন পার্টস।
সে-টা বাইক হোক বা কার জীপ, বাস, ট্রাক বা ভারী যন্ত্রাংশ মানুষের দৈনন্দিন কাজের একটা অংশ।বর্তমান যুগে এখন অরজিনাল কোয়ালিটি পার্টস নিয়ে আমরা সবাই থাকি চিন্তিত থাকি। এমনকি কেনার আগেও ভেবাচেকার মাঝে সিদ্ধান্ত-হীনতার মধ্যে থাকি। দোকানে দোকানে ঘুরে ঘুরে সঠিক পার্টস-টি খোঁজার একটা ঝামেলা তো থাকেই।
যে কোন পার্টস সঠিক মূল্যে দ্রত সময়ের মধ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাজারে আছে পার্টস চাই নামে ই-কমার্স প্রতিষ্ঠান।
গ্রাহককে উন্নতমানের যানবাহন যন্ত্রাংশ সাশ্রয়ী মূল্যে এবং ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। পার্টস চাই, ই-কমার্স সাইটের ম্যানেজিং ডিরেক্টর শাহারিয়া আলম রাজ মুঠোফোনে দৈনিক বার্তৃাকে বলেন, ‘আমরাই প্রথম দেশে এবং বিদেশে সকল যানবাহনের অরজিনাল যন্ত্রাংশ এবং মোডিফিকেশন প্রডাক্ট খুব স্বল্প মূল্যে ও কম সময়ে গ্রাহকের দাড় গোরায় পৌঁছে দিচ্ছি ।’
এই নতুন প্রতিষ্ঠানটি সম্পর্কে শাহারিয়া আলম রাজ দৈনিক বার্তৃাকে আরও বলেন, বাংলাদেশ খুব দ্রুত গতিতে ডিজিটাল উন্নয়নশীল একটি দেশ হিসাবে গড়ে উঠছে তাই আমাদের সকলকে ডিজিটাল মাধ্যমেই অগ্রসর হতে হবে এবং সঠিক পন্থায় ব্যবসা করলে আমাদের দেশের এই ডিজিটাল ব্যবসার মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা আয়ের অনেক বড় সম্ভবনা রয়েছে।’