চট্টগ্রাম টেষ্ট শেষ হবার আগে ঢাকা টেষ্টে পেস তারকা মুস্তাফিককে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। পেসার শরিফুলের ইনজুরির কারণেই এই আলোচনা। তখন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনী নান্নু মিডিয়াকে বলেছিলেন কাটার মাস্টারের সঙ্গে তাঁর কথা হয়েছে। আজও কথা চলছে, তবে মিস্টার ফিজ ৫ দিনের টেষ্ট খেলতে আগ্রহী নন।
কিন্তু বিসিবির কর্তারা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফওে মুস্তাফিজুর রহমানকে টেস্ট স্কোয়াডে রাখতে চায়। মুলত আইপিএল লম্বা একটা সময় টানা খেলার মধ্যে থাকায় আসন্ন টেস্ট সিরিজেই লাল বলে মাঠে ফেরার ইচ্ছে নেই বাঁহাতি কাটার মাষ্টারের।
কিন্তু বিসিবি কর্তারাতো কাটার মাস্টারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে। আজ (শনিবার) রাতেই আইপিএলের ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর কথা মিস্টার ফিজের।
দৈনিক বার্তাকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে আমার নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি টেস্ট সিরিজে ফেরার প্রসঙ্গে। আজ (শনিবার) সকালেও ওর সঙ্গে কথা হয়েছে আমার। তখনও সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারছিল না। আজকে দিল্লির ম্যাচ আছে আইপিএলে। খেলা শেষে আরেক দফায় কথা বলব আমি। কালকে সকালেই আশা করছি আপনারা জানতে পারবেন।’
কাল রোববার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা করবে বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিসিবিতে আজ শনিবার সাংবাতিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘এই সফরে লাল বলে সে (মুস্তাফিজকে প্রচন্ড ভাবেই চাইছে বিসিবি। এটা তো পরিষ্কার যে আমরা চাচ্ছি মুস্তাফিজ টেস্ট খেলুক, অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমরা তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জানিয়েছি যে ‘আমরা তোমাকে চাই’, দেখা যাক সে কী বলে। এটা কালকের (রোববার) মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা কালকে দল পাবেন। তখনই বুঝতে পারবেন।’
বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও গত দুইবার কাটার মাষ্টার স্বাক্ষর দেননি। ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলেছেন কেবল মাত্র ১৪টি। সবশেষ টেস্ট খেলেছেন তিনি গত বছরের শুরুতে ( র্ফেরুয়ারি, ২০২১)। গত সাড়ে তিন বছরে টেস্ট খেলেছেন মাত্র দুটি। টেস্টের বাইরে গত ৫ বছরে কেবল ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মিষ্টার ফিজ।
মুলত দলে পেস বোলারের সংকটের কারণেই বিসিবি মুস্তাফিজকে ফেরাতে ব্যস্ত হয়ে উঠেছে। জানিয়েছন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে। মুস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে। আমরা তাকে খেলতে বলেছি, কারণ আমাদের দুজন ফ্রন্ট লাইন বোলার নেই। গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি, তার সার্ভিস গুরুত্বপূর্ণ এখানে। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের জানিয়েছে। কালকে দল দিলে বুঝতে পারবেন।’
আইপিএলে যাবার আগে বাংলাদেশ দলের হয়ে ফিজ দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে চান না তিনি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সে বলছে যে সে দুই মাস ধরে ওখানে (আইপিএলে) আছে, অনেক দিন ধরে বাইরে আছে। সে বলছে যে লম্বা একটা সময় চলে যাচ্ছে। সে বলতে পারে যে শারীরিকভাবেও ফিট নয়। আমরা বলেছি যে ‘তুমি আসো, দেখা যাবে, কী করা যায়।’ মনে হচ্ছে সে খেলতে পারবে, কালকে জানাব আমরা।’
বিসিবির টেষ্ট ম্যাচের কেন্দ্রীয় চুক্তিতে সই না করার পেছনে মুস্তাফিজ কারণ দেখিয়েছিলেন কোরানা মহামারীর সময়ে জৈব সুরক্ষা বলয়ের কঠিন জীবন। এখন তো সে সব পেছনের কথা। তবে ফিজ টানা খেলে প্রায়ই ইনজুরির ভয় থাকে। নিয়মিত টেস্ট খেলার জন্য এটা বড় দুর্ভাবনার বিষয়। এটাও বিশেষ বিবেচনায় নেওয়া হবে, নিশ্চিত করলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
তিনি বলেন, ‘যখন তিনটি ফরম্যটের কথা জানতে চেয়েছিলাম, সে দুটি ফরম্যাটের কথা বলেছে (খেলার ইচ্ছে)। টেস্টে এটা বলেছে যে, বায়ো বাবল না থাকলে তাকে পাওয়া যাবে। এখন আর বায়ো বাবল নেই। তবে ফাস্ট বোলার যারা আছে, সবাই ইনজুেিত। আমরা চাইব ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর জন্য। এবার আইপিএলে তো খুব বেশি ম্যাচ সে খেলেনি। ৮টি ম্যাচ খেলেছে। বিশ্রাম কিছুটা ওখানে পেয়েছে। আমরা বলছি না যে ভবিষ্যতে মুস্তাফিজ সব টেস্টই খেলবে। যখন আমাদের মনে হবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর দরকার, তখন আমরা তাকে খেলাব।’
৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল আর টেস্ট সিরিজ শুরু সূচী ১৬ জুন।