মিরসরাইয়ের করেরহাটের চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রকাশ টাক্বা সেলিমকে (৪৩) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার করেরহাট বাজারের আল্লার দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাজিম উদ্দীন করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।

প্রসঙ্গত, গত ০৮ মে (রবিবার) ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া এলাকায় আফছার কোম্পানির ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে দেলোয়ার সওদাগরের বাড়ি থেকে ৩০পিস ফেন্সিডিল উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মে) ভোরে অভিযান চালিয়ে এইসব ফেনসিডিল জব্দ করা হয়। ঐসময় আসামি মোঃ নাজিম উদ্দিন (প্রকাশ টাক্কা সেলিম) পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলের ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গত ৮ মে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা রজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত ছিলো। সোমবার রাত সাড়ে আটটার দিকে করেরহাট বাজারের আল্লার দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি