ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলা ডাওরী বাজার এলাকায় নতুন ব্রিজের কাজ চলমান ,নতুন ব্রিজের কাজ চলার কারণে পাশে একটি বাইপাস বেইলি ব্রিজ স্থাপন করা হয়। বাইপাস সড়কের সেই বেইলি ব্রিজ টি ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক, একটি প্রাইভেটকার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে গেছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন এবং ভোলা-চরফ্যাশন মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান অতিরিক্ত লোড এর কারণে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি