চট্টগ্রাম থেকে জহির ভূইয়া
“আমি মনে করি এটি একটি ভাল দিন ছিল। এই রকম কমান্ডিং পজিশনে থাকার পরেও আমরা গতকাল দিনটি যেভাবে শেষ করেছি তা কিছুটা হতাশাজনক ছিল। খেলায় ফিরে আসার কৃতিত্ব বাংলাদেশের। এই উইকেটে কীভাবে বোলিং করতে হয় তা তারা দেখিয়েছে। আমি মনে করি আজ আমরা বোলিংয়ে উন্নতি করেছি। আমরা সেশন বাই সেশন ভালো করেছি। আমরা আমাদের লাইন এবং লেন্থ ঠিক রাখতে পেরেছি।’ – কথা গুলো বলেছেন শ্রীলঙ্কান কোচ সিলভার উড।
বাংলাদেশ দলের ৩ উইকেটে ৩১৮ রানেে প্রশংসা করে উড আজ বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আগামীকাল বাংলাদেশকে চাপা দিতে থাকব। আমি মনে করি আমরা দলে ভাল ভারসাম্য আছে। আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ এবং ধৈর্যশীল হতে হবে। বাংলাদেশের বোলাররা সরাসরি ভালো লেন্থে বোলিং করেছেন। আমরা একে অপরের উপর যথেষ্ট চাপ দেওয়ার চেষ্টা করছি। তবে উইকেট খুব একটা ভালো করছে।’
উইকেট প্রসঙ্গে উড বলেন, ‘উইকেট নিয়ে আমরা খুব খুশি। কাসুন (রাজিথা) আসছে। তিনি একজন কনকশন রিপ্লেসমেন্ট। যিনি খেলায় তাৎক্ষণিক ভাবে প্রভাব ফেলেছেন। তাকে এটা করতে দেখে খুব ভালো লাগলো।’
ক্যাচ ফেলা নিয়ে বলেন, ‘আসলে একটি উইকেটে তিনটি ক্যাচ ফেলা ভাল নয়। আমাদের ফিল্ডিংয়ে আরও সুশৃঙ্খল হতে হবে। আমাদের সেই ক্যাচগুলো নিতে হবে। আপনি সুযোগ দিলে মানুষ আপনাকে ভোগাবে। এ্যাঞ্জি (অ্যাঞ্জেলো ম্যাথিউস) কয়েকটি সুযোগ মিস করার পরে ১৯৯ পেয়েছিলেন। দুই দলই সেই ক্যাচগুলো ফেলে দেওয়ার জন্য আফসোস করছে। এটি অবশ্যই এমন কিছু যা সঠিক করার জন্য আমরা কঠোর পরিশ্রম করব।
আহত বিশ্ব ফার্নান্দোর বিষয়ে লঙ্কান কোচ বলেন, ‘ঘটনা হল, গতকাল তার মাথায় আঘাত লেগেছে। বেলা বড়ার সাথে সাথে তিনি আরো অসুস্থ হতে থাকেন। আমাদের নিশ্চিত করতে হবে যে সে ঠিক আছে। আসলে আমরা পরিস্থিতির সদ্ব্যবহার করিনি। আমরা আমাদের খেলোয়াড়কে দেখাশোনা করার চেষ্টা করেছি।’
‘আমি মনে করি এটি একটি খুব ভাল ভারসাম্যপূর্ণ ম্যাচ। কাল সকালের দিকটা গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ কীভাবে খেলবে সেটাই দেখার বিষয়। আশা করছি কাল লাঞ্চের সময় তারা আমাদের লেভেলের কাছাকাছি কোথাও থাকবে। বাংলাদেশ কীভাবে খেলবে তা দেখতেটা আকর্ষণীয় হবে। আমরা রান সীমিত করার চেষ্টা করব। কিন্তু আমরা এটাও জানি যে তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে। যারা রান-রেট বাড়াতে পারে।’