মঙ্গলবার ১৭ মে দুপুরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৪৮-১৪ পয়েন্টের ব্যবধানে পরান মকদুম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। অপর সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২৮-০৮ পয়েন্টের ব্যবধানে জামালপুর ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এরপর বিকেলে স্থান নির্ধারণী ম্যাচে পরানমকদুম ২৮-০৮ পয়েন্টের ব্যবধানে জামালপুরকে হারিয়ে তৃতীয় হয়। কাল বুধবার দুপুরে ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
এবারের নারী সেস্টোবল প্রতিযোগিতায় ১০টি দলঅংশনিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মামুনি স্পোর্টিং ক্লাব, পরাণমকদুম স্পোর্টিং ক্লাব, জামালপুর ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা, জহিরুল ইসলাম স্পোর্টিং একাডেমি, মিরপুর সেস্টোবল স্পোর্টস একাডেমি ও নারায়ণগঞ্জ স্পোর্টস ক্লাব।