চট্টগ্রাম থেকে জহির ভূইয়া
সাগরিকা টেষ্টে বোলিং ভাল করার পর এবার ব্যাটিংটাও ভাল হচ্ছে। কিন্তু টেষ্টে অধিনায়ক মমিনুল আবারো ব্যর্থ। টানা ব্যর্থতার বৃত্তে থাকা এই তারকা ব্যাটসম্যানকে নিয়েই আজ ক্রিকেটাঙ্গনে আলোচনা চলেছে। প্রত্যাশা ছিল আজ সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হবেন। কিন্তু তিনি এলেন না। এলেন কোচ জেমি সিডন্স।
সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘আমি মনে করি তামিম ও জয় সুন্দর ব্যাটিং করেছে। ব্যাটিং ওপেন করা সহজ কাজ নয়। তারা গতকাল যে কাজটি করেছেন, আজকেও সেটা করেছে। খুব, খুব গরম অবস্থায় প্রায় দুই দিন ফিল্ডিং করার পর ব্যাটিং করাটা খুব কঠিন ছিল। তামিমের পারফরম্যান্স অসাধারণ। আমরা যখন মনে করব সে ফিট, তখন সে ফিরে আসতে পারে।’
‘সমস্ত খেলোয়ায়ের সাথে, তাদের আত্মবিশ্বাস ফিরে ফেতে চেষ্টা করেছি। দক্ষিণ আফ্রিকা ৫৩ এবং ৮০ রানে অলআউট হওয়ার ঘটনা বেশ বিধ্বংসী ছিল। তাদের সত্যিই ভাল বোলিং আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। গত দুই সপ্তাহ ছাড়া তাদের সাথে আমার খুব বেশি কিছু করার ছিল না। টেস্ট ক্রিকেট খেলার জন্য তাদের প্রয়োজনীয় শৃঙ্খলা সম্পর্কে তাদের সাথে কথা বলা ছাড়া আর কিছুই নয়। তারা এখন পর্যন্ত এটাই দেখিয়েছে।’
আরো বলেন,‘এটা আত্মবিশ্বাস, তাদের গেম প্ল্যান। আপনি যদি লক্ষ্য করেন, বাতাসে বড় কোনো শট ছিল না। সবাই সুপার শৃখলাবদ্ধ ছিল। দুই দিন মাঠে গরমে যেমন ব্যাটিং করেছেন রানিং বিটুইন দ্য উইকেট। আমি মনে করি আগামীকাল সে (তামিম) ভালো হয়ে যাবে। ব্যাটিংটা এক-দুজন খেলোয়াড় নিয়ে নয়। দল ভালো ব্যাটিং করলে দু-একটা বাজে ইনিংসের জন্য দুয়েকজন খেলোয়াড়কে দোষ দেয়া যায়। শান্ত খুব প্রতিভাবান খেলোয়াড়। আমি জানি গত দুই বছরে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। আমি নিশ্চিত সে কোনো এক পর্যায়ে ভালো করবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা এই খেলায় এখন পর্যন্ত কাজটি করেছি। আশা করি তারা দ্বিতীয় ইনিংসেও ভাল কিছু হবে। লিটন খুব দ্রুত রান করে। এছাড়া আমরা জানি সাকিব কী করে। তামিম আসবে। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা কাল শ্রীলঙ্কাকে চাপে রাখতে পারে। আমরা এখন ৭০-এর কাছাকাছি পিছিয়ে আছি। তাই প্রথম ইনিংসে আমরা স্ট্রাইকিং দূরত্বের মধ্যেই রয়েছি। আমি শুধু চিন্তা করছি কাল আমরা কীভাবে ব্যাটিং করব। আজকে মতো হলে ফলাফল আসবে। আমি আশাবাদী আমরা কাল বোর্ডে একটি বড় স্কোর রাখব। আমি মনে করি আমরা সফল হয়েছি।’