শেরপুর জেলায় শনিবার (১৪ মে) একই দিনে পৃথক সময়ে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছে।
দুপুরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা কুমড়ি মুদীপাড়া গ্রামের বিল্লাল হোসেন তার শ্বশুরবাড়ি ঝিনাইগাতি উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
জানা গেছে, মাছ ধরার জন্য সেচ দিতে শ্বশুর বাড়ি থেকে বৈদ্যুতিক মোটর আনতে গেলে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মোটর স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এইদিকে সকালে অত্র জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের সালখা দক্ষিণপাড়া নতুন মসজিদে আজান দিতে যায় আবু সাইধ (১৪) নামে এক কিশোর নিহত হয়। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মাইক্রোফোন ধরা মাত্রই সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাঈদ ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অন্যদিকে শনিবার দিবাগত রাত নয়টার দিকে শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় নিজ ঘরে গৃহস্থালি কাজ করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায় আরও এক গৃহবধূ।

 

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি