চট্টগ্রাম থেকে
সাগরিকা টেষ্টে টস হেওে বল হাতে তুলে নেয়া বাংলাদেশ সকাল সকালই সফলতার মুখ দেখেছে। অতিথি শ্রীলঙ্কা উইকেটের চরিত্র বুঝেই আগ ব্যঠঁ হাতে তুলে নিলেও পুরোপুরো সফল হয়নি। লঙ্কার দলীয় ২৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে।
সকাল ১০টায় শুরু হওয়া টেষ্টের প্রথম ঘন্টাতেই সফল বাংলাদেশ। ওপেনিং জুটিকে দুই পেসার খালেদ আর শরিফুল ভাঙ্গতে ব্যর্থ হলেও স্পিনার নাইম নিজের প্রথম ওভারেই সফল হলেন। এলবি’র ফাঁদে ফেলে অধিনায়ক দিমুথ করুনারতেœকে (৯) সাঁজ ঘরের পথ দেখালেন নাইম হাসান।
৮ম টেষ্ট খেলতে নামা নাইম হাসান এই টেষ্টে উইকেট শিকারের উদ্বোধন করলেন। ওসাদা ফার্নন্দো ২১ আর কুশাল মেন্ডিস ২ রানে ব্যাট করছেন।