ভোলায় খালে গোসল করতে নেমে মো.মমিন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ মমিন উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য ভেদুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। শনিবার দুপুরের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিবারের লোকজনের সাথে বাড়ির পাশের খালে গোসল করতে যায় মমিন। পরে সবাই গোসল করে বাড়ি ফিরে গেলেও মমিন বাড়ি ফিরেনি। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বাড়িতে গিয়ে তাকে না পেয়ে খাল পাড়ে এসে অনেক খোঁজা খুঁজি করে। পরে তাঁর কোনো সন্ধান না পেয়ে ভোলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভোলায় ফায়ারসার্ভিসের ডুবুরিদল না থাকায় তাঁরা বরিশালে খবর দেয়। সন্ধ্যা পর্যন্তও বরিশাল থেকে ডুবুরিদল ঘটনাস্থলে না পৌছালে নিখোঁজ
মমিনের কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরিবারের ধারণা খালে ডুবেই শিশু মমিন নিখোঁজ হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে। ভোলায় ডুবুরিদল না থাকায় বরিশাল থেকে ডুবুরিদলকে আসার জন্য বলা হয়েছে।
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি