সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদের আবেদন করলে ক্রেমলিন এর আগে প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছিল। অবশ্য কি প্রতিক্রিয়া জানান হবে তা স্পষ্ট করা হয়নি। তবে এসবের মধ্যে শুক্রবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। শনিবার অবশেষে দেশটিতে রাশিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনগ্রিড ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিতের খবর নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ফিনগ্রিড জানিয়েছিল, ‘বাজারে বিক্রি করা বিদ্যুতের দাম পেতে সমস্যায় পড়ায়’ রাশিয়ার বিদ্যুৎ সংস্থা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে।
এর আগে বৃহস্পতিবার খবর বের হয়েছিল ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় তাদেরকে গ্যাস দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া। তবে গ্যাস নয় এখন ফিনল্যান্ডকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া।
ফিনল্যান্ড অবশ্য রাশিয়ার কাছ থেকে তাদের পুরো চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ ক্রয় করে থাকে।
এদিকে, রাশিয়া সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদান ওই অঞ্চলের ‘সামরিকীকরণ’ ঘটাবে এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে মস্কো তার প্রতিক্রিয়া জানাবে।
অন্যদিকে, শনিবারের ন্যাটোর বৈঠকে সুইডেন ও ফিনল্যান্ড অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে বিবিসি জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশ দুটি ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে কী না সেই সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।