শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে (১১ মে) বুধবার অধিক মোনাফার লোভে গোপনে প্রায় ৫ টন ভোজ্যতেল মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ইউনিয়ন পরিষদের কাছেই রাজনগর গ্রামে জনৈক ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে এনামুলের নামে আমদানীকৃত কার্টন ভর্তি প্রায় ৫ টন পরিমাণ বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। যে ব্যবসা মূলত এনামুলের সহোদর দুই ভাই আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিম পরিচালনা করেন। পরে ভোজ্যতেল মজুদ করার অভিযোগে আনোয়ার হোসেন ও নজরুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, ২৪ ঘণ্টার মধ্যে ওই তেল খোলা বাজারে বিক্রি না করলে আইনগত ভাবে সমস্ত তেল জব্দ করে নেয়া হবে।
আল আমিন শেরপুর জেলা প্রতিনিধি