অতিথি দল শ্রীলঙ্কা ঢাকা ছেড়েছে। আজ বিকেলের ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে অতিথি দল। বিকেল ৪টায় পা রাখে চট্টগ্রামে। যদিও অতিথি দলের সকাল ৯টা ৪০ মিনিটে বিমান ধরার সিডিউল চুড়ান্তিই ছিল। কিন্তু শেষ অবদি বদলে যায় সিডিউল।

৮ মে ঢাকায় পাা  রাখা লঙ্কান দল ১০ ও ১২ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। যদিও বৃষ্টিতেই গেছে লঙ্কানদের প্রস্ততি ম্যাচ। বিকেএসপির ইনডোরে অনুশীলন করা অতিথি দল কাল চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের উইকেটে অনুশীরনে নামবে।

উল্লেখ, ২০১৮ সালে শেষ বার লঙ্কানা চট্টগ্রামে উইকেটে খেলেছে। চট্টগ্রামের উইকেটে এর আগে মোট ৪ বার টেস্ট খেলেছে লঙ্কানরা। এটা বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের উইকেটে ৫ম মোকাবেলা। মোট টেষ্টের সংখ্যা ২২টি, তাতে ১৭টি জয় লঙ্কানদের, ১টি বাংলাদেশের আর ড্র ছিল ৪টি। এছাড়া বাংলাদেশের মাটিতে টেস্ট খেলছে ৮টি।