আর তো মাত্র দুই দিন বাকী, এরপরই মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে টেষ্ট মিশন। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের ইনডোর আর আউটডোরে ৯ মে থেকে মমিনুল বাহিণী অনুশীলন করে যাচ্ছেন। আজ সকাল ১০টা সেই অনুশীলন পর্বে নেমে পড়ে টাইগার বাহিনী।

তবে টাইগার বাহিনীর তিন কোচ হেড কোচ ডমিঙ্গো, জেমি সিডন্স আর ডোলান্ড বিশেষ নজরদারিতে আজ অনুশীলন করেছে মমিনুলরা। বিশেষ করে ব্যাটিং বিভাগে বেশি নজর ছিল কোচ জেমি সিডন্সের। কারন দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেষ্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। স্পিনেই নাকাল হয়ে লজ্জায় ডুবেছিল।

সে স্মৃতি ভূল যেতে চায় বাংলাদেশ। নতুন ভাবে সাগরিকার উইকেটে নতুন কিছু করতে চায় মমিনুল হক-মুশফিকুরা। তাই তো আজ অনুশীলন পর্বে ব্যাটিং বিভাগে মমিনুল আর মুশফিককে নিয়ে আলাদা ভাবে কাজ করেছেন কোচ সিডন্স।

এছাড়া বোলিং কোচও তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনিও সজাগ ‍দৃষ্টি দিয়ে সেন্ট্রাল উইকেটে ব্যাটসম্যানের পেছনে দাঁড়িয়ে বোলারদের বোলিং ভূল গুলো বোঝার চেষ্টা করেছেন। এখন শুধু অপেক্ষা ১৫ মে প্রথম টেষ্টে কি হয় বা কতা উন্নতি করেছে মমিনুল হকরা।