দীর্ঘ দুই বছর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোন ম্যাচেই দর্শক ছিল না। চিৎকারে মুখরিত মিরপুরের গ্যালারিতে দর্শক প্রবেশ বন্ধ করে দেয় করোনার থাবায় বিসিবি।
তবে গেল বিপিএল আসরের শেষ দিকে করোনার কালো থাবার গতি কমে গেলে শেষ কয়েকটি ম্যাচে মাঠে দর্শক প্রবেশ করে অনুমতি দেয় বিসিবি। যে কারণে টানা দুই বছরর মধ্যে মিরপুরের গ্যালারি গুলো দর্শকহীন থাকায় পরিষ্কারের কোন বালাই ছিল না।
কিন্তু ২০২২ সালে করোনার থাবা নেই বলেই চলে। তাই আবারো মুখোরিত হতে শুরু করেছে মিরপুরের গ্যালারি। মিরপুর ঘরের মাঠে ২৩ মে হোম সিরিজে টাইগাররা শ্রীলঙ্কান বিপক্ষে দ্বিতীয় খেলতে নামবে। এ মিশনে মিরপুরে ১২ দিন আগে থেকে ধোয়া-মোছার কাজ শুরু করে দিয়েছে বিসিবি।
মুলত গ্যালারি গুলোতে ঘাস জন্ম নিয়েছে, শ্যাওলা গজিয়ে উঠেছে। এসব পরিষ্কার করে মিরপুরের গ্যালারিতে আগের চাকচিক ফিরিয়ে আনতে কয়েকটা দিন সময় লাগবে। যে কারণে আগে ভাগেই বিসিবি িকাজ শুর করেছে।