শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেষ্ট সিরিজ। ১৫ মে থেকে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেষ্ট মাঠে গড়ানোর আগে আজ ঘোষনা হলো টাইটেল স্পন্সর কোম্পানীর নাম।
১৫ মে ও ২৩ মে দুই টেষ্ট সিরিজের টাইটেল স্পন্সর হিসাবে মিস্টার হোয়াইট ডিটারজেন পাউডারের নাম আজ মিরপুরে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়া হয়। এছাড়া পাওয়ার্ড বাই বিসিবির অনেক পুরাতন সঙ্গী ওয়ালটন গ্রুপ আছে।
চট্টগ্রাম ও মিরপুরে দুই টেষ্টই শুরু হবে সকাল ১০টায়। আর সরাসরি টি-স্পোর্টস ও গাজী টিভি খেলা সম্প্রচার করবে বলে বিসিবি সংবাদ সম্মেলনে জানিয়েছে।
বিসিবির কাছে থেকে চুক্তি করে ইমপ্রেস-মাত্র-কনসোর্টিয়াম স্পন্সরের দায়িত্ব পালন করে আসছে। সেই চুক্তি অনুয়ায়ী ইমপ্রেস এই সিরিজের জন্য চুক্তি করেছে মিস্টার হোয়াইট ডিটারজেন পাউডার ও কাজী এন্টারপাইজেস লিমিটেডের সঙ্গে।
দুপুর সাড়ে ১২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ টাইটেল স্পন্সরের নাম ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু, বিসিবি সিইও নিজাম উদ্দিন সুজন, হোয়াইট পাউডারের পক্ষথেকে রফিকুল আমীন সিইও, কাজী এন্টারপ্রাইজেস ও ওয়ালটের পক্ষথেকে এক্সিকিউটিভ পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইমপ্রেসের পক্ষথেকে খন্দকার আলমগীর।