১৫ মে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম আ ২৩ মে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ আনুষ্ঠানিক ভাবে মিস্টার হোয়ইট ডিটাজেন পাউডার টাইটেল স্পন্সরের নামও বিসিবি ঘোষণা দিয়েছে। এর পর পরই বিসিবি রাতে দুই টেষ্টে দর্শকদে জন্য টেষ্ট ম্যাচ মাঠে বসে দেখার জন্য টিকিটের দাম ঘোষনা করেছে। দুই ভাগে ভাগ করে দাম নির্ধারণ করেছে বিসিবি।
প্রথম টেষ্ট চট্টগ্রাম জহুর আহসেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম, সাগরিকা (১৫-১৯ মে, ২০২২ইং)
টিকিট কাউন্টার : এমএ আজিজ স্টেডিয়াম ও বিটেক মোড়, সাগরিকা
টিকিট পাওয়া যাবে ১৪ মে সকাল ৯টা থেকে
টিকিটের দাম
গ্রান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, রুফটোপ ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইষ্টান স্ট্যান্ড ১০০ টাকা ও ওয়েষ্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
দ্বিতীয় টেষ্ট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর (২৩-২৭ মে, ২০২২ইং)
টিকিট কাউন্টার : শহীদ সৌরওয়ার্দি ইনডোর স্টেডিয়াম, মিরপুর।
কিট পাওয়া যাবে ২২ মে সকাল ৯টা থেকে
টিকিটের দাম
গ্রান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ৫০০ টাকা, শহীদ মোস্তাফা স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান স্ট্যান্ড ১০০ টাকা, সাউথান স্ট্যান্ড ১০০ টাকা ও ইষ্টান স্ট্যান্ড ৫০ টাকা।