ইউক্রেনকে আরও ৪০ বিলিয়ন ডলারের সহায়তা দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।

আর যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের পর এর তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে।

টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ৪০ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে রাশিয়ার বড় ক্ষতি করতে, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে এবং বিশ্বে তাদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দিতে।

তবে মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন চেষ্টা সফল হবে না। এটি কাজে দেবে না। যে প্রিন্টিং প্রেসের মাধ্যমে (টাকা ছাপানোর প্রেস) ইতিমধ্যে ঋণগ্রস্ত সরকার তাদের ঋণ বাড়াচ্ছে সেই প্রিন্টিং প্রেস দ্রুতই ভেঙে পড়বে।

তাছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির অত্যাধিক দামের জন্য দেশটির বর্তমান ‘রাশিয়া বিরোধী’ সরকারকে দায়ি করেছেন।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ইউক্রেনে আরও ৪০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টিতে সমর্থন জানান।

এপ্রিলে দেশটির আইনপ্রণেতাদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন ৩৩ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিলেন। তিনি যা চেয়েছিলেন তার চেয়ে আরও ৭ বিলিয়ন বেশি ডলার সহায়তা দিতে সম্মত হয়েছেন তারা।

সূত্র: আল জাজিরা