জাতীয় টেষ্ট ক্রিকেট দল এখন বন্দর নগরী চট্টগ্রামে। ৯ মে থেকে চট্টগ্রামে  সাগরিকায় বিভাগীয় স্টেডিয়াম জহুর আহমেদে অনুশীলন ‍শুরু করা মমিনুল হকের টেষ্ট দল আজ ছিল পুরোপুরি বিশ্রামে।

সকালে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির আনাগোন ছিল চট্টগ্রামর আকাশে। দুপুর থেকে বৃষ্টির চাপ বাড়তে থাকে। থেমে থেমে বৃষ্টি বিকাল অবদি চলেছে।  যে কারণে সগারিকার আউট ফিল্ড ছিল ভেজা। অনুশীলনটা হয়তো তেমন ভাবে হতো না।

কারণ আগের দিন ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন রানে না থাকা মুশফিক আর মমিনুল নেটে কঠিন পরিশ্রম করছে। সে ধারাবাহিকতা আজও বহাল থাকার কথা ছিল। বৃষ্টির কারণেই মুলত ক্রিকেটারদের একটা দিন বিশ্রামে দিযেছেন হেড কোচ।

হোটেল রেডিসনে অবস্থানরত ক্রিকেট দল হোটেলেই জিম করে সময় কাটিয়েছে বলে বিসিবি থেকে জানা গেছে। অন্যদিকে আজ বিসিবি একাদশে থাকা ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করা মোসাদ্দেক হোসেন সৈকত বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ছিলেন।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ আজ শেষ। সৈকত চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে বিসিবি নিশ্চিত করেছে। তবে সাকিবে বদলে কাকে নেয়া হবে এটা এখনও বিসিবি ঘোষণা দেয়নি।

কাল সকাল ১০টা থেকে দুপুর ১টা অবদি মমিনুল বাহিনী আবরো অনুশীলনে নামার সূচী তৈরি আছে। পাশাপাশি অতিথি দল শ্রীলঙ্কানরা কাল চট্টগ্রাম পা রাখবে বলে বিসিবি আগেই জানিয়ে দিয়েছে। পর দিন ১৩ ও ১৪ মে দুই দিন টানা অনুশীলন শেষে দুই দল টেষ্ট খেলতে নামবে ১৫ মে। এরপর ২৩ মে দ্বিতীয় ও শেষ টেষ্ট অনুষ্ঠিত হবে মিরপুরের উইকেটে।