অতিথি শ্রীলঙ্কার কপালটাই খারাপ। বাংলাদেশ মিশনে টেষ্ট সিরিজের আগে একমাক্র প্রস্তুতি ম্যাচটাও ঠিক মতো হলো না। গতকাল প্রথম দিনট ভেসে গেলে বৃষ্টির পানিতে ৫১ বল খেলে। আর আজ দ্বিতীয় দিনেও সেই বৃষ্টির বেরসিক হামাশা শুরু হয়েছে বিকেএসপির আকাশে।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেসে যাবার পর আশা ছিল হয়তো আজ কিছুটা ব্যাটিং অনুশীলন হবে।কিন্তু গতকালের মতো আজ ১১ মে দ্বিতীয় দিনও বৃষ্টির হামলা। সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শুরু হয়েছে দুই ঘণ্টারও বেশি সময় পর। ১১টা ৪০ মিনিটে খেলা শুরু হয়েছে।

প্রথম দিনে যথাসময়ে টস ও খেলা শুরু হয়েছিল। ৪০ মিনিট না যেতেই আসে বৃষ্টি। এরপর থেমে থেমে সারাদিনজুড়ে বৃষ্টি থাকায় ২টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা হয়। বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪ রানে ১ উইকেট। অধিনায়ক দিমুথ করুনারত্নের একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

বৃষ্টিতে উপর কারো হাত নেই, এটা মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই অতিতি দলের। তাই খেলা বন্ধ থাকায় লঙ্কান ক্রিকেটাররা প্রথম দিন ব্যস্ত ছিলন ইনডোরের নেটে। ম্যাথুজ-দিমুথরা নিজেদের আজও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

উল্লেখ, কাল ১২ মে অতিথি দল চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পথে রওয়ানা হবে। ১৩ ও ১৪ মে অনুশীলন শেষে ১৫ মে প্রথম টেষ্ট মাঠে গড়াবে।