ভারতের সিনেমা পাড়া মানেই বলিউড, আর বলিউড মানেই তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা। বছরের পর বছর ধরে বলিউডে খান-কাপুরদের রাজত্বে চলেে আসছে। কারো পক্ষিই এই খান-কাপুর পরিবারের তৈরি দেয়াল ভেঙ্গে অন্দর মহলে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ২০২২ সালে সে অবস্থা পাল্টে গেছে। বলিউডের বাতাসে খান-কাপুরদের রাজত্বে নতুন দক্ষিণী দখলদার ঢুকে পডড়েছে! ফি-ছবিতে ‘বাহুবলী’র রোজগারের খবর প্রচারের পর থেকেই এমনটা আলোচনায় এসেছে।

আসলে ঠিক কত টাকা রোজগার করছেন ‘বাহুবলী’ থ্যাত প্রভাস? বলিউডের অন্দরের সব খবর যারা নিয়মিত রাখেন। তারা বলছেন, যে প্রভাস নাকি দেড়শো কোটি টাকা ছাড়া কোনো ছবিতেই কাজ করতে রাজি নন। তবে তো তিনিই এখন দেশের সবচেয়ে বেশি রোজগারের অভিনেতা!

এমন তথ্যই প্রকাশ করেছে বলিপাড়ার ভেতরের লোকজন। দক্ষিণী ছবিতে তার রমরমা বাজারতো ছিলই। এ বার শাহরুখ-আমির-সালমান তিল তিল করে গড়ে তোলা রাজত্ব  ভাগ বসাতে চলেছেন প্রভাস। প্রভাসের তুলনায় ছবি প্রতি পারিশ্রমিকে বেশ অনেকটাই পেছনে রয়েছেন শাহরুখ। তিনি নাকি ১০০ কোটিতে ছবি করতে রাজি হন। সালমান আবার একটু বেশি টাকা দাবি করেন বলে শোনা যায়, প্রায় ১২৫ কোটি টাকা।

কিন্তু বলিউডের অভিবাবকরা বলছেন, শাহরুখ-সালমান নন, প্রভাসকে টক্কর দিতে পারেন একমাত্র অক্ষয় কুমার। ‘খিলাড়ি’ অক্ষয় নাকি দেড়শো কোটির কাছাকাছি না পেলে ছবি করতে রাজি হন না।