ক্রীড়া প্রতিবেদক :

দক্ষিণ আফ্রিকায় টেষ্ট সিরিজের প্রথম টেষ্টে খেলার সময় ইনজুরি আক্রান্ত হন পেস তারকা তাসকিন আহমেদ।  মাঠে ফেরা হয়নি এখনও, বাদ গেলেন আসন্ন শ্রীলংঙ্কার বিপক্ষে টেষ্ট সিরিজেও। সঙ্গে ইনজুরি আক্রান্ত হন আরেক পেসার শরিফুল ইসলামও। যদিও শরিফুল ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন। তবে তাসকিন ফিরতে পারলেন না।

সুস্থ হয়ে মাঠে ফিরতে কাল চিকিৎসার কারণে ইংল্যান্ড যাচ্ছেন  তাসকিন। পুরোপুরি সুস্থ হতে তাসকিনের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সেই চিকিৎসার জন্য কাল শনিবার (৭ মে) ইংল্যান্ডে যাচ্ছেন এই ডানহাতি পেস বোলার।

এ বিষয়ে তাসকিন বলেন, ‘ইনজুরির অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। শনিবার ইংল্যান্ড যাবো ইনশাআল্লাহ। ১০ তারিখ ডাক্তারের অ্যাপয়েনমেন্ট। যতটুকু জানি, সার্জারি লাগবে না। কিন্তু ইনজেকশন লাগতে পারে। দেখার পর ডাক্তার কী বলেন, তার ওপর নির্ভর করবে কবে নাগাদ খেলায় ফিরতে পারব।’
কাঁধের ইনজুরি তাসকিনের জন্য নতুন কোন সমস্যা নয়। সেই সমস্যা আবারো নতুন করে দেখা দিয়েছে। সে জন্য কিছুটা আক্ষেপ কাজ করছে তার। তাসকিন বলেন, ‘কাঁধে মাঝেমধ্যে ব্যথা করত। তবে বোলিং থামিয়ে দেয়ার মতো পরিস্থিতি হয়নি। এই প্রথম খেলতে পারলাম না।’
কাঁধের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছিলেন তাসকিন। এক পর্যায়ে ডান কাঁধে অস্বস্তিবোধ করায় উঠে যান মাঠ থেকে।
আগেই নিশ্চিত হয়েছিল ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না টাইগার পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে তাকে ছাড়াই লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।