ক্রীড়া প্রতিবেদক :
কাল ৭ মে “বিশ্ব কিডস এ্যাথলেটিকস ডে”। এ উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা ও খুলনা বিভাগীয় পর্যায়ে অনুর্ধ-১৬ ট্যালেন্ট হান্ট ও প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করেছে এ্যাথলেটিকস ফেডারেশন।
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামীকাল ৭ ই মে বিশ্ব কিডস এ্যাথলেটিকস ডে উপলক্ষে সকালে শোভাযাত্রা ও কিডস গেমস নড়াইলের লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একই সাথে খুলনা বিভাগের ১০টি জেলার অনুর্ধ-১৬ এ্যাথলেটদের সমন্বয়ে খুলনা বিভাগের বঙ্গবন্ধু অনুর্ধ-১৬ ট্যালেন্ট হান্ট ও প্রশিক্ষন কর্মসূচী-২০২২ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, লোহাগড়া, নড়াইল এ অনুষ্ঠিত হবে।
এই প্রশিক্ষণ ক্যাম্পটি ৭-২০ মে পর্যন্ত ১৪ দিন পর্যন্ত চলবে। প্রশিক্ষনের জন্য চূড়ান্ত ২০ জন এ্যাথলেট বাছাইয়ের জন্য আগামীকাল ৭ মে সকাল ১০টায় ট্রায়াল অনুষ্ঠিত হবে। উপরোক্ত প্রোগ্রাম দুটির উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু । এছাড়া আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু।