ক্রীড়া প্রতিবেদক : 

আইসিসির টেষ্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে ২ টেষ্ট সিরিজে অংশ নিতে শ্রীলংকা টেষ্ট দল ঢাকায় আসার সিডিউল গত মা্সেই বিসিবি ঘোষণা দিয়েছে। সে সিডিউর মোতাবেক পরশু ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কান টেষ্ট দল।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেষ্ট মাঠে গড়াব। এরপর ২৩ মে দ্বিতীয় টেষ্ট অনুষ্ঠিত হবে মিরপুরের উইকেটে।

উল্লেখ, বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন ও আরেক পেসার শফিকুল ইসলাম ইনজুরির জন্য আসন্ন টেষ্ট সিরিজে খেলতে পারবেন না। তবে শফিকুল ইসলাম ফিটনেট টেষ্ট এ পাস করতে পারলে দলে থাকার সুযোগ রেখেছে বিসিবি নির্বাচক মন্ডলি।