ক্রীড়া প্রতিবেদক :
যারা দেশের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশের জাতীয় পতাকা গ্যালারিতে বিভিন্ন স্টেডিয়ামে উন্মোচন করে গলা ফাটিয়েছেন বাংলাদেশ-বাংলাদেশ চিৎকার করে, তাঁদেরই একজন টাইগার মিলন। প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে স্বপ্ন দেখছেন আবার কবে গ্যালারিতে ফিরতে পারবেন।
ঢাকার শান্তি নগরের একটি সেলুন ব্যবসায়ী মিলন আর্থিক ভাবে অস্বচ্ছল। তাই তার পক্ষে সঠিক ভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে আজ ফেসবুকে মিলনের পক্ষথেকে একটি পোষ্ট দিয়েছেন তাঁরই একজন আপনজন। পোষ্টে বিসিবির কাছে আর্থিক সাহায্য চেয়েছেন মিলন। সাহায্য করার জন্য ফেসবুকে মিলনের দুইটি মোবাইল নাম্বারও দেয়া হয়েছে।

ফেসবুকের সেই পোষ্টটির লেখা হুবুহু তুলে ধরা হলো-
‘ক্রিকেট বোর্ড একটু যদি টাইগার মিলন কে একটু সহানুভূতি দেখায় তাহলে সে দ্রুত সুস্থ হয়ে উঠেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টাকা রয়েছে।
টাইগার মিলন তো দেশের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের ১৭ কোটি মানুষের ভালোবাসা প্রাণ তাঁরা। সারা বিশ্বে আমাদের রাষ্ট্রীয় রয়েল বেঙ্গল টাইগারের পোশাক স্পন্সর অনেক সময় পাওয়া যায় না।
তারপরও কিন্তু দেশ-বিদেশে ছুটে যাচ্ছে ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে নিজের পকেটের অর্থ খরচ করে। অথচ আজ কঠিন সময় পার করছেন টাইগার মিলন।

দুই পায়ের অবস্থা খুব খারাপ, মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার শান্তিনগরে একটি সেলুনের ব্যবসা রয়েছে। সে অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে আবার হাটি হাটি পা করে গ্যালারিতে এসে সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম ও মাশরাফি ভাই সবাইকে স্লোগান দিতে পারে।
বাংলাদেশের টাইগারের এই প্রত্যাশা রইল, বাংলাদেশের ফ্যান আইসিসি স্বীকৃতি পেয়েছে ‘ওয়ার্ল্ড কাপে’।
সে তার দুটি পা দিয়ে আবার হাঁটতে পারবে এবং মাঠে ও আসতে পারবে। এদেশের মানুষের কাছে তার চাওয়া তার জন্য সবাই দোয়া করবেন।

যোগাযোগ-০১৭১২৯৭৪৭৬৪/০১৭১২৯৭৪৭৬৪