ক্রীড়া ডেস্ক :
কাশ্মীরি পেসার উমরান মালিক চলতি আইপিএলে একের পর এক চমক দেখাচ্ছেন। তার গতির ঝড়ে উড়ে যাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা। একের পর এক দ্রুততম বল করে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন এ পেসার। বরাবরের মতো বৃহস্পতিবারও রাতে দিল্লির বিপক্ষে এবারের আইপিএলের সবচেয়ে দ্রুততম বল করেছেন সানরাইজার্স হায়দরাবাদের কাশ্মীরি পেসার উমরান মালিক।
শুধু তাই নয়, দ্রুততম এ বলের মাধ্যমে নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন উমরান। ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করলেন তিনি। সব মিলিয়ে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বল করলেন। পিছনে ফেললেন অনরিখ নোখিয়াকেও।
কিছুদিন আগেই উমরান মালিক জানিয়েছিলেন, ১৫৫ কিলোমিটার বা এর বেশি গতিতে বল করার ক্ষমতা রাখেন তিনি। বৃহস্পতিবার এর প্রমাণও দিলেন কাশ্মীরি এ পেসার।