ক্রীড়া প্রতিবেদক :
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম জেলার ম্যাচে জয় পেয়েছে হাজেরা তজু স্কুল। দলটি ৭ উইকেটে কাট্টালী নূরুল হক চৌধুরী হাই স্কুলকে পরাজিত করে।
টসজয়ী হাজেরা তজু স্কুল প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। আব্দুল কাদের, ইমতিয়াজ হোসেন ও ইমরান নূরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৯ ওভারে অলআউট হওয়ার আগে ৫৭ রান করে কাট্টালী নূরুল হক চৌধুরী হাই স্কুল। আব্দুল কাদের, ইমতিয়াজ হোসেন ও ইমরান নূর ৩টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ। হাজেরা তজু স্কুল এন্ড কলেজের ইমতিয়াজ হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।