ক্রীড়া প্রতিবেদক :
চলতি বছরের মধ্যভাগে জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে প্রীতি ম্যাচ খেলে আগে মালয়েশিয়ায় যেতেেআগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইচ্ছা অনুযায়ী বাফুফে ইন্দোনেশিয়া এবং লাওসের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু লাওস জানিয়েছে তারা খেলবে না। বাফুফে ইন্দোনেশিয়া ও নেপালের সঙ্গেও কথা বলছে।
এছাড়া প্রস্তাবনা অনুযায়ী প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করতে চায় আফগানিস্তান দল। এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার বিষয়টি আজ নিষ্পত্তি হতে পারে। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, স্প্যানিশ কোচ চাইছেন মালয়েশিয়া খেলার এক সপ্তাহ আগে যেতে পারলে ভালো। সেদিকটা ভেবে দেখছে বাফুফে। ১৩ মে পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। এর পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাংলাদেশের প্রতিপক্ষ খেলায় বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়া।