ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র কর্মকর্তারা আপার ক্লাশের মানুষ। বিসিবির কর্মরত অফিস সহকারী, পিয়ন, বল বয়, মাঠে ঘাস কাটার লোকগুলো, পরিচ্ছন্নতা কর্মী এবং মাঠকর্মীদের জন্য বরাদ্দ সাকিবের এই ঈদ উপহার। যদিও এমনটা এবারই প্রথম করলেন সাকিব।

মিরপুরের উইকেটের চারপাশে গ্রাউন্ড এ কাজ করা মানুষগুলো সারা বছর কাজ করে। এ মানুষগুলো কাজ করার ফলেই মিরপুরের উইকেটে জাতীয় দলের তারকারা মনমতো খেলতে পারেন। সেই সব নিম্ন আয়ের মানুষ গুলো বিসিবি থেকে হয়তো ঈদ বোনাস পায়। কিন্তু সেটা বড় বিষয় নয়।

কারণ প্রতি মাসের বেতন ছাড়া বছরের দুইটি ঈদ বোনাসই পায় নিম্ন আয়ের মানুষগুলো। সে কারণেই হয়তো প্রতিষ্ঠিত ক্রিকেট তারকারা প্রতি ঈদেই কিছু না কিছু অর্থ নিয়ে ঈদ উপহারের হাত বাড়িয়ে দেন।

এবারও সে পথেই গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, সাকিব ১০ লাখ টাকা বিসিবি দিয়েছেন গ্রাউন্ডম্যান, বল বয়, মাঠে কাজ করা সহ সকল কর্মাচারীদের মধ্যে ভাগে করে দিতে।

যদিও এটা সাকিব মিডিয়াতে প্রকাশ করেননি। সাকিবের এই মানসিকতাকে বিসিবি সহ সকল স্তরের মানুষই অভিনন্দন জানিয়েছে।