ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বুধবার (২৭এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের কুতুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬ টার দিকে স্থানীয়রা যুবকের লাশ কি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে নাঈমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাঈম তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

ওসি আরও জানান, নাঈমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে।

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি