ক্রীড়া প্রতিবেদক :

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিসিবি থেকে আজ আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেয়া হয়। মিরাজের বদলী হিসাবে নাঈদ হাসানের নাম যোগ করা হয়েছে টেস্ট দলে।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী বলেছেন: ‘২৪ এপ্রিল একটি ম্যাচে ক্যাচ নেওয়ার সময় মিরাজ তার ডান কনিষ্ঠ আঙুলটি স্থানচ্যুত করেছিলেন। একটি এক্স-রে একটি ছোট অ্যাভালশন ফ্র্যাকচার হয়েছে। প্রাথমিক মূল্যায়নে বলছে মিরাজ পুনরুদ্ধার মাঠে নামতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগতে পারে। হিসেব অনুয়ায়ী মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়ছেন। তাঁর পক্ষে চট্টগ্রামে টেস্ট খেলা সম্ভব না।’

বিসিবি আনুষ্ঠানিক ঘোষণায় প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে মিরাজের পরিবর্তে অফ-স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে। ২০২১-২০২৩ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ দুই ম্যাচের সিরিজের জন্য ০৮ মে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসবে। প্রথম টেস্টটি ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল ইসলাম, নাঈম হাসান। হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।