বিনোদন ডেস্ক :
জন্মের পর থেকেই সে খবরের শিরোনামে থাকে। তাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ একেবারে তুঙ্গে। তারকা মা-বাবার প্রথম সন্তান বলে কথা। তার নামে বাজারে পুতুলও বের হয়েছিল। তিনি করিনা কাপুর খান ও সইফ আলি খানের বড়ছেলে তৈমুর আলি খান পতৌদি।
বরাবরই পাপারাৎজিদের ভীষণ পছন্দের তৈমুর। করিনা, সইফের পরেই তার ছবি তোলার জন্য সবসময় মুখিয়ে থাকেন তাঁরা। কখনও আবার হাসিমুখে পোজও দেয় তৈমুর। কিন্তু এবার তার অন্যথা ঘটল। মুখের উপর ছবি তুলতে নিষেধ করল সকলকে।
মায়ের মতো রীতিমতো চেঁচিয়ে সকলকে বলে উঠল, ‘বন্ধ করো!’ ছোট্ট তৈমুরের এই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই হতবাক নেট নাগরিকরা। তারকা মা-বাবার সন্তান বলে ছোট বয়সেই এতো মেজাজ! ছোট্ট শিশু হলেও সমালোচনার থেকে রেহাই পায়নি তৈমুর।
ঘটনাটি ঘটেছে করিনার অ্যাপার্টমেন্টে। বিকেলে দুই ছেলেকে নিয়ে ফ্ল্যাটের নীচে নেমেছিলেন তিনি। একদিকে খেলনা গাড়িতে জে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে করিনার সঙ্গে রয়েছে তৈমুর। পাশে তাদের কেয়ার টেকাররাও আছেন। পরিবারের সঙ্গে করিনার ব্যক্তিগত মুহূর্ত যাপনের ছবি তুলতে ভিড় জমান পাপারাৎজিরা। তখনই রেগে গিয়ে ছবি তুলতে বারণ করে তৈমুর। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ যদিও তৈমুরকে সমর্থন করেছেন। আবার একাংশের বক্তব্য, ব্যস্ত মা-বাবা বলে, কীভাবে ব্যবহার করতে হয়, তাই শেখায়নি সন্তানকে। কেউ কেউ আবার লিখেছেন, ‘করিনা ছেলেকে কোনও শিক্ষাই দেননি। এমন ব্যবহারের পরেও শাসন করেননি!’ এমনকী একজন তৈমুরকে, ‘অসভ্য’ বলেও কটাক্ষ করেছেন।