ক্রীড়া ডেস্ক :
অধিনায়ক লোকেশ রাহুল আইপিএলে শাস্তির অপেক্ষা করছেন। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েও শান্তি পেলেন না লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল।
অধিনায়ক লোকেশ রাহুল ম্যাচ জেতানো ইনিংস খেলার পরও শাস্তি পেয়েছেন।সেঞ্চুরি করার পরও জরিমানা করা হয়েছে। জরিমানের সঙ্গে মরার উপর খারার গাঁ হিসেবে যোগ হয়েছে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও।
মূলত স্লো ওভার রেটের কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন রাহুল। রোহিত শর্মার দলের বিরুদ্ধে মন্থর বোলিং করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাহুলকে। তিনি ছাড়া দলের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। বাকী দশজনের প্রত্যেককে ছয় লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো এই অপরাধ করেছেন রাহুল। তাই তার জরিমানার টাকা বেশি। এরপর ফের একই অপরাধ করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে তাকে। আর দলের বাকী সদস্যদের দিতে হবে ১২ লক্ষ টাকা  করে জরিমানা।
জরিমানা দিলেও অবশ্য রোহিত শর্মাদের হারিয়ে লিগ টেবিলেয় প্রথম চারে ঢুকে পড়েছেন রাহুলরা। মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এবারের আইপিএলে এটি তার দ্বিতীয় শতক। দুটোই আবার মুম্বাইয়ের বিপক্ষে।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনৌ। জবাবে ১৩২ রানে শেষ হয়ে যান রোহিতরা। ৩৬ রানে ম্যাচ জেতে লোকেশ রাহুলের দল।