ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আজ ঘোষণা করেছে আগামী ২০২৩ সালের মার্চে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমসে (এস এ গেমস) এ বেসবল (পুরুষ) ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে।
অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে এই প্রথমবারের মতো বেসবল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফেডারেশন বেসবলের সম্মানিত সভাপতি সৈয়দ ফখর আলী শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাগতিক পাকিস্তান ফেডারেশন বেসবলের পক্ষ থেকে গত ২২ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান বেসবল ফেডারেশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, আসন্ন এসএ গেমসে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ নিশ্চিত করেছে।
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- স্বাগতিক পাকিস্তান (ওয়ার্ল্ড র্যাংকিং ৩১), শ্রীলংকা (ওয়ার্ল্ড র্যাংকিং ৪২), ভারত (ওয়ার্ল্ড র্যাংকিং ৬২), বাংলাদেশ (ওয়ার্ল্ড র্যাংকিং ৭৫), নেপাল (ওয়ার্ল্ড র্যাংকিং ৮০)। বাকি দুটি দেশ ভূটান ও মালদ্বীপ এখনো নিশ্চিত না করলেও আশা করা যাচ্ছে, তারাও অংশগ্রহণ করবে।
পাকিস্তান বেসবল ফেডারেশনের আমন্ত্রণের প্রেক্ষিতে বাংলাদেশ বেসবল দল আগামী এসএ গেমসে অংশগ্রহণের বিষয়ে গত ২১ এপ্রিল পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছে।
এর আগে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকেও অংশগ্রহণের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসবল দল আসন্ন এসএ গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে