ক্রীড়া প্রতিবেদক :
আসন্ন টেস্ট সিরিজে অংশ নিতে অতিথি শ্রীলঙ্কান দল ৮ মে ঢাকায় রাখবে। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ১ম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে। অবশ্য এর অনেকটা আগেই লঙ্কান ক্রিকেট বোর্ড নিজের টেষ্ট দলের না ঘোষণা দিয়ে রেখেছে। বাকী ছিল স্বাগতিক বাংলাদেশের ঘোষণা। রেজাউর রহমান রাজাকে তালিকায় রেখে ১৬ সদস্যের টেষ্ট দল তৈরি করেছে বিসিবির নির্বাচক কমিটি।
আজ রোববার বিকেলে বিসিবি আনুষ্ঠানিক ভাবে ১৬ সদস্যের টেষ্ট দলের তালিকা প্রকাশ করেছে।
তবে দলে খুব একটা পরিবর্তন নেই। ইনজুরির কারণে তাসকিন দলে নেই। আর টেষ্ট খেলতে অনীহা কারণে মুস্তাফিজের নাম না থাকাটাই স্বাভাবিক।
দক্ষিণ আফ্রিকা সফরে ইজুরিতে তাসকিনের পর শরিফুল ইসলামও ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফেরত আসেন। লঙ্কার বিপক্ষে হোম সিরিজে তাই নির্বাচকরা শরিফুলের নাম শর্তসাপেক্ষে তালিকায় রেখেছে। ১৬ নম্বর সদস্য হিসেবে তালিকায় থাকা শরিফুলকে অবশ্যই ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।
এর সঙ্গে দলে ফিরেছেন পেসার রেজাউর রহমান রাজা। দলে ফিরেছেন তামিম ইকবাল আর বাদ পড়েছেন ওপেনার সাদমান।
বিসিবি ঘোষিত ১৬ সদস্যের টেষ্ট দল :
মমিনুল ইসলাম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহামুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন. খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (যদি ফিটনেস পরীক্ষায় উর্ত্তীণ হন)।