ক্রীড়া প্রতিবেদক :
টানা জয়ের মধ্যে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব প্রায় লীগ চ্যাম্পিয়নশীপের দরজায় দাঁড়িয়ে ছিল। সুপার লীগে টানা পর পর ‍দুই ম্যাচে জয় তুলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

কোন ভাবেই হারানো যাচ্ছিল না শেখ জামালকে। দ্বিতীয় দল লিজেন্ড অব রূপগঞ্জ পেছনেই আছে। তাকিয়ে ছিল শেখ জামালের একটি হার দেখার জন্য জন্য। শেখ জামাল হারার ফলে লাভ হবার কথা ছিল লিজেন্ড অব রুপগঞ্জ এর। কিন্তু সেই লাভটা আবাহনী পকেটে ভরে নিয়ে গেছে। আজ আবাহনীর বিপক্ষে মাশরাফির দল যদি হেরে না হারত তাহলে লীগ চ্যাস্পিয়নশীপ নিয়ে অন্যভাবে লেখা যেতে।

পুরো লীগে এটা শেখ জামালের দ্বিতীয় হার হজম। শেখ জামালের বিপক্ষে আজকের জয় দিয়ে প্রাইম ব্যাংক পয়েন্ট টেবিলে ৩য় দল। ১৩ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তিন বারেরর চ্যাম্পিয়ন আবাহনী ৪ নম্বর দলে পরিণত হয়েছে।

লীগ শেষ হতে আর মাত্র ২ ম্যাচ বাকী। শেখ জামাল যদি টানা আরো দুই ম্যাচে হেরেও বসে তারপরও লিজেন্ড অব রপগঞ্জ লীগ চ্যাম্পিয়ন হবে এটা বলা সম্ভব না। কারণ আজ হেরে ব্যাক ফুটে চলে গেলে মাশরাফির দল। কারণ টানা দুই ম্যাচে জয় ‍তুলে নেয়ার পও শেখ জামালকে টপকানো সম্ভব না রুপগঞ্জের। যৌথ চ্যাম্পিয়নশীপের ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

আজ সাভারের ৪ নম্বর ক্রিকেট গ্রাউন্ডে শেখ জামাল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। এই হারের ফলে জমে গেছে ঘরোয়া ক্রিকেট লীগ। আগে ব্যাট করা শেখ জামাল ৮ উইকেটে ৫০ ওভারে সংগ্রহ করে ২৩২ রান। আর জবাবে প্রাইম ব্যাংক ৪০.২ ওভারে ২৩৪/২! এই হারের ফলে শেখ জামালের চিন্তিত হবার কিছু নেই। কারণ পেছনে থাকা লিজেন্ড অব রুপগঞ্জও হেরে বসেছে।

শেখ জামালের সঙ্গে মাশরাফির রূপগঞ্জের পয়েন্টের পার্থক্য কমে গেছে ২ পয়েন্টে। ১৩ ম্যাচ শেষে শেখ জামালের নামে পাশে ১১ জয়ে ২ হারের ২ৎ২ পয়েন্ট। আর রূপগঞ্জ ১৩ ম্যাচে ৯ জয়ে ৪ পরাজয়ে পয়েন্ট ১৮।

এখনও ৪ পয়েন্টের পার্থক্য পাড়ি দিতে হবে মাশরাফির রুপগঞ্জের। কারণ ২৮ এপ্রিল শেখ জামালকে শেষ ম্যচে মাশরাফির দল হারিয়েও দেয় তারপরও আগের ম্যাচে ২৬ এ্প্রিল আবাহনী কাছে শেখ জামালকে হারতে হবে। এর মানে টানা আরো দুই ম্যাচে হারের পরও শেখ জামালের পয়েন্ট ২২ই থাকবে। আর রুপগঞ্জকে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেখ জামালের টানা দুই হারের দিকে তাকিয়ে থাকতে হবে।

অনেক গুলো যদির উপর ভর দিয়ে আছে লীগের চ্যাম্পিয়নশীপ। লিজেন্ড অব রুপগঞ্জ যদি আজ আবাহনীবে হারাতে পারত তাহলে হয়তো একটা সুযোগ ছিল শেখ জামালকে পেছনে ফেলার। লিজেন্ড অব রুপগঞ্জ আজ মিরপুরের উইকেটে ৮১ রানে হেরে মুলত নিজেদের চ্যাস্পিয়নশীপের সুযোগটাই নষ্ট করেছে।  এই জয়ের ফলে আবাহনী পয়েন্ট টেবিলে ৪ নম্বর দল। ১৩ ম্যাচে ৮ জয়ে ৫ হারে ১৬ পয়েন্ট।

অন্য দিকে রুপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ৮৪ রানে।