বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি) এর ১৮৩ তম সভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে এ সভা বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় আইন-১৯৯২ (সংশোধিত ২০০৯) এর ১৯(১) (ঘ) ও (ঙ) ধারা মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাউবি’র চ্যান্সেলর কর্তৃক বোর্ড অব গভর্নরস (বিওজি) এর সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ এবং একই আইনের ধারা ১৯(১) (চ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য জগন্নাথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বোর্ড অব ট্রাস্টিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট বিশ^বিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনিস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং একই আইনের ধারা ১৯(১) (খ) ও (গ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এ সভায় অংশ নেন।

এছাড়াও সভায় বোর্ড অব গভর্নরস (বিওজি) অপর চার সদস্য বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের স্কুল অব এডুকেশন এর ডিন অধ্যাপক সুফিয়া বেগম, ওপেন স্কুল এর ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিন অধ্যাপক ডা. সরকার মো: নোমান এবং স্কুল অব এডুকেশন এর অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম অংশগ্রহণ করেন। সভায় বোর্ড অব গভর্ণরস্ এর সচিব ও বাউবি রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সভা শুরুর পূর্বে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিওজি’র নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বোর্ড অব গভর্ণরস্ এর নতুন সদস্যগণ বাউবি’র উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিওজি’র এ সভায় বিশ^বিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন নিয়োগ প্রাপ্ত ওই ৭জন সদস্যসহ বোর্ড অব গভর্নরস (বিওজি) এর ১১ সদস্যের সবাই এসময় উপস্থিত ছিলেন।