বিনোদন ডেস্ক :

টলিউডের দ্বিচারিতার পর্দা ফাঁস। সৌজন্যে সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা স্পষ্ট কথায় বিশ্বাসী। এই তকমা তাঁর গায়ে বহু দিন। এ দিন তিনি এক ফেসবুক পোস্টে সাফ জানালেন, কেন বাংলা বিনোদন দুনিয়া ক্রমশ পিছিয়ে পড়ছে। সত্যিই, কেন বাংলায় এসে অন্য ভাষার ছবি রাজত্ব চালাচ্ছে? আর বাংলা ছবির দুয়োরানি দশা? একাধিক যুক্তি অভিনেত্রীর ঝুলিতে। তার মধ্যেই মোক্ষম কথা, ‘অন্যদের বলব, ‘বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচান’, আর ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একে অন্যের পা ধরে টানব, দুটো তো একসঙ্গে হয় না!’

একা সুদীপ্তা নন, ইন্ডাস্ট্রি নিয়ে অনুযোগ টলিপাড়ায় বহু দিনের। অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেমন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে। সুদীপ্তার দলে রয়েছেন অনামিকা সাহা, শ্রীলেখা মিত্রের মতো বহু অভিনেতা-অভিনেত্রী। শ্রীলেখা এর আগে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন। নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির পাশাপাশি সুদীপ্তা আঙুল তুলেছেন ছোট পরিচালক, প্রযোজক, অভিনেতাদের অবজ্ঞার মতো নীচ মানসিকতার দিকেও। তাঁর দাবি, টলিউডের উন্নতির পথে এটিও অন্যতম বাধা। উদাহরণ হিসেবে জানান, ‘আমরা ছোট ছোট চেষ্টাগুলোকে প্রশংসা করতেই ভুলে যাচ্ছি। অপেক্ষাকৃত ছোট অভিনেতা, পরিচালকদের সোশ্যাল মিডিয়ায় ঠুকে ঠুকে পোস্ট করে সাময়িক বাহবা নিয়ে আনন্দ পাচ্ছি। আর বড় প্রযোজক, পরিচালক, অভিনেতাদের টুইটারে প্রশংসা করে হোয়াটসঅ্যাপে, ফোনে, চায়ের আড্ডায় সমালোচনা করতে অভ্যস্ত হয়ে পড়ছি।’

রবিবাসরীয় সকালে টলিউডের দ্বিচারিতার পর্দা ফাঁস। সৌজন্যে সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা স্পষ্ট কথায় বিশ্বাসী। এই তকমা তাঁর গায়ে বহু দিন। এ দিন তিনি এক ফেসবুক পোস্টে সাফ জানালেন, কেন বাংলা বিনোদন দুনিয়া ক্রমশ পিছিয়ে পড়ছে। সত্যিই, কেন বাংলায় এসে অন্য ভাষার ছবি রাজত্ব চালাচ্ছে? আর বাংলা ছবির দুয়োরানি দশা? একাধিক যুক্তি অভিনেত্রীর ঝুলিতে। তার মধ্যেই মোক্ষম কথা, ‘অন্যদের বলব, ‘বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচান’, আর ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একে অন্যের পা ধরে টানব, দুটো তো একসঙ্গে হয় না!’

একা সুদীপ্তা নন, ইন্ডাস্ট্রি নিয়ে অনুযোগ টলিপাড়ায় বহু দিনের। অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেমন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে। সুদীপ্তার দলে রয়েছেন অনামিকা সাহা, শ্রীলেখা মিত্রের মতো বহু অভিনেতা-অভিনেত্রী। শ্রীলেখা এর আগে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন। নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির পাশাপাশি সুদীপ্তা আঙুল তুলেছেন ছোট পরিচালক, প্রযোজক, অভিনেতাদের অবজ্ঞার মতো নীচ মানসিকতার দিকেও। তাঁর দাবি, টলিউডের উন্নতির পথে এটিও অন্যতম বাধা। উদাহরণ হিসেবে জানান, ‘আমরা ছোট ছোট চেষ্টাগুলোকে প্রশংসা করতেই ভুলে যাচ্ছি। অপেক্ষাকৃত ছোট অভিনেতা, পরিচালকদের সোশ্যাল মিডিয়ায় ঠুকে ঠুকে পোস্ট করে সাময়িক বাহবা নিয়ে আনন্দ পাচ্ছি। আর বড় প্রযোজক, পরিচালক, অভিনেতাদের টুইটারে প্রশংসা করে হোয়াটসঅ্যাপে, ফোনে, চায়ের আড্ডায় সমালোচনা করতে অভ্যস্ত হয়ে পড়ছি।