গাজীপুরে পৃথক দূর্ঘটনায় এক গার্মেন্টসের সিকিউরিটি গার্ডসহ দুইজন নিহত হয়েছে। রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ডেগেরচালা ও দুপুরে ঢাকা-সিলেট রেলরুটের পূবাইল রেল স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। উভয় ঘটনায় নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে।

জিএমপি’র গাছা থানার এসআই শরিফুল ইসলাম জানান, রবিবার রাত পোৗণে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা ডেগেরচালায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় সেপাল গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মোঃ দুলাল (৪৫)। এসময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি রংপুরের হারাগঞ্জ থানার বাহার কাসনা এলাকায়।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহেদী জানান, একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর পূবাইল রেলস্টেশন ইয়ার্ডে ঢাকা-সিলেট দিয়ে হাটছিলেন আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তি। এসময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।