ক্রীড়া ডেস্ক :
আইসিসির এফটিপি (ফিউচার ট্যু প্লান)-তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২২ সালের মধ্যভাগ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত দম ফেলার সুযোগ নেই।
আইসিসির এফটিপি অনুযায়ী বাংলাদেশের সিডিউল পরিপূরণ। ২০২২ সালের মে মাসের ১৫ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম গ্রাউন্ডে দুই টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে শুরু।
এরপরই বাংলাদেশ দল বিমান ধরবে ওয়েস্ট ইন্ডিজ আর জিস্বাবুয়ের উদ্দেশ্যে। জুন থেকে আগষ্ট পর্যন্ত টানা দুই সিরিজে অংশ নেবে টাইগারা। জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ টেস্ট, ৩ ওডিআই আর ২ টি২০ খেলে জুলাইতে জিম্বাবুয়ের মাটিতে একই ভাবে ২ টেস্ট, ৩ ওডিআই আর ২ টি২০ খেলবে।
এরপর দেশে ফেরত আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রস্তুতি নেবে সেপ্টেম্বরে লঙ্কায় বসতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণের জন্য।
এবার আবার হোম সিরিজ শুরু। সেপ্টেম্বরের শেষ দিকে অতিথি হিসাবে আসবে আয়ারল্যান্ড। ইউরোপের এই উঠতি ক্রিকেট শক্তির বিপক্ষে টাইগাররা ১ টেস্ট, ৩ ওডিআই আর ২ টি২০ দিয়ে সিরিজ শেষ করবে।
তারপর টি২০ বিশ্বকাপ আসর অস্ট্রেলিয়া যাবার প্রস্তুতি অক্টোবর মাসের শুরু দিকে।
আর বছরের শেষ দিকে নভেম্বরে সবচেয়ে আলোড়িত সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ হিসাবে অতিথি দল ভারত আসবে। তবে ভারতের বিপক্ষে সিরিজে কোন টি২০ ম্যাচ সিডিউলে নেই। ২টি টেস্ট আর ৩টি ওডিআই ম্যাচ খেলে ভারত ফেরত যাবে।
নতুন বছর ২০২৩ সালের শুরুতে জানুয়ারী মাসে ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখবে।