ক্রীড়া প্রতিবেদক :
নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত টেস্ট মিশন শেষ করা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেভাবে দক্ষিণ আফ্রিকা সফরে মাটিতে নেমেছে সেটা প্রশ্নের সম্মুখিন। ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে আর পোট অব এলিজাবেথ এ দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অলআউটের লজ্জার কারণ কি?
খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের মুখ থেকেই জানতে চান। আজ শনিবার ছিল বিসিবি আয়োজিত ইফতার পার্টি। এই ইফতার পার্টির আগেই ছিল পাপনের ঘোষিত ক্রিকেটারদের সঙ্গে আলোচনা পর্বৃ। কিন্তু রাস্তায় যানজটের কারণে সেটা হলো না।
ইফতার পার্টির আগে জাতীয় দলের সদস্যরা সময় মতো পৌচ্ছাতে পারলেন না। কিন্তু হাল ছাড়তে রাজি না বিসিবি প্রধান পাপন।
এ প্রসঙ্গে ইফতার শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান মিডিয়াকে বলেন, ‘আজ (শনিবার) সাড়ে চারটার দিকে একটা মিটিং ডেকেছিলাম। সব খেলোয়াড়দের ডেকেছিলাম। আমার ইচ্ছে ছিল, টেস্ট দলের সঙ্গে একটু বসব আলাদা করে। অপ্রত্যাশিতভাবে যানজটের কারণে ওরা ছয়টায়ও এসে পৌঁছাতে পারেনি। সেজন্য আমরা এটা পিছিয়ে দিয়েছি, আশা করছি দুয়েক দিনের মধ্যেই ওদের সঙ্গে বসব। ওদের থেকেও একটু শোনা দরকার, ওরা কি মনে করছে। কি কারণে হঠাৎ করে এরকম একটা পারফরম্যান্স হলো।’