বিনোদন ডেস্ক :

ভারতের ফ্লিম ইতিহাসে যতো রেকর্ড আজ অবদি হয়েছে, তারপর সবই ভেঙ্গে গেছে। আর এই নতুন ইতিহাস গড়েছে ভারতীয় দক্ষিনেরে সিনেমা কেজিএফ-২। নতুন ইতিহাস যে রচনা হবে তা অনেক আগে থেকেই মিডিয়াত প্রচারিত হচ্ছিল। সেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে।

সিনেমাটি হলে গিয়ে দেখতে ভারতীয়দের মাঝে চরম উত্তেজনা।  সিনেমা দেখতে গিয়ে প্রাণও দিতে হলো! মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। এবিপি লাইভের খবরে জানা যায়, সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হন তিনি।

এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী যুবক বসন্ত কুমার। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে অস্ত্র হাতে আক্রমণ করবে সেটা কেউ কল্পনা করতে পারেনি।

সিনেমা হল থেকে বের হয়ে কিছুক্ষণ পরই আবারো হলে ফিরে আসে আক্রমণকারী। কিছু বুঝে উঠার আগেই  পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী।

এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপদমুক্ত। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।