ক্রীড়া প্রতিবেদক :
জাতীয় ক্রিকেটে টেস্ট দলের অন্যতম সদস্য পেসার এবাদত হোসেন ইনজরি আক্রান্ত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লীগের সুপার লীগের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পান পেসার এবাদত হোসেন।  হাতে সেলাই পড়েছে। তাহলে কি তাসকিন, শরিফুলের পর এবার এবাদত  . . ! কিন্তু সব আশংকা দূর করে দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন, এবাদত ১৫ মে প্রথম টেস্টের আগেই সুস্থ্য হয়ে যাবেন। এ নিয়ে চিন্তার কিছু নেই
ইনজুরিতে কারণে সুপার লীগের বাকী ম্যাচ গুলো আর খেলা হচ্ছে না এবাদত হোসেনের। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন এবাদত হোসেন।

যদিও ইনজুরি আক্রান্ত এবাদতকে সঙ্গে সঙ্গেই এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তার ব্যথা পাওয়া আঙ্গুলে সেলাই দেয়া হয়েছে। এর ফলে এবাদত আসন্ন হোম সিরিজে লঙ্কান বিপক্ষে টেস্ট খেলাটা প্রশ্নের মুখে পড়েছে।

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আগে এবাদতের ইনজুরি দলের জন্য বড় ধাক্কা। অন্যদিকে ইনজুরির কারণে লংকা সিরিজে খেলতে পারবেন না অন্য দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এবার নতুন যোগ হলো এবাদতের নাম। কিন্তু শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এবাদত সুস্থ হয়ে উঠবেন বলেই মত দিয়েছেন বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী।

তিনি বলেন, আমরা আশা করি, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে এক সপ্তাহ লাগবে এবাদতের। আমরা মনে করি না, শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে তার কোন সমস্যা হবে। হাতে যথেষ্ট সময় আছে। চিন্তার কিছু নেই।