ক্রীড়া প্রতিবেদক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব প্রথম পর্বে ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসাবে সুপার লীগ শুরু করে। প্রথম ম্যাচের পর আজ দ্বিতীয় ম্যাচে জয় ‍তুলে শেখ জামাল চ্যাম্পিয়নের পথে আরো এগিয়ে গেল। অন্যদিকে তিন বারের চ্যাম্পিয়ন আবাহনী হারের বৃত্ত থেকে বের হতে পারেনি।

আজ মিরপুরের উইকেটে শেখ জামাল ৪ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে। রুপগঞ্জ ৫০ ওভারের কোটা শেষ করে ২৪৭/৬। জবাবে পরে ব্যাট করা শেখ জামাল ১ ওভার অক্ষত রেখেই স্কোর বোর্ড জমা করে ২৫১/৪।

অপর দিকে সাভার ৩ নম্বর গ্রাউন্ডে আবাহনী ২৭ রানে হেরেছে গাজী গ্রুপের বিপক্ষে। গজী গ্রুপ ২৭৬/৬, আবানহী ৩৬ ওভারের ম্যাচে ৩৪.৩ ওভারে  ২৪৯ রানে অলআউট। আরো আগেই আবাহনী চ্যাম্পিয়নশীপের দৌড়ে পেছনে পড়ে গিয়েছ। এই হারে ফলে আনুষ্ঠানিক ভাবে আবাহনী রেস থেকে বাদ পড়ে গেল।

সাভারের ৪ নম্বর গ্রাউন্ডে মাশরাফির লিজেন্ড অব রুপগঞ্জ জয়ের ধারা অব্যাহত রেখেছে।৩৩ ওভারে ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মাত্র ১৫২ রানে অলআউট! মাশরাফি দল ৩২.৪ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় তুলে নেয়।

এই জয় দিয়ে মাশরাফির দল ১২ ম্যাচে ৯ জয় দিয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যদি মাশরাফির দল শেখ জামালের বিপক্ষে জয় তুলতে সক্ষম হয় এবং শেখ জামাল আরো একটি ম্যাচে হেরে যায় তাহলেই হয়তো লিজেন্ট অব রুপগঞ্জ চ্যাম্পিয়নর স্বপ্ন পূরণ করতে পারবে। অনেক গুলো ‘যদি’ উপর অনেক কিছু নির্ভর করছে লীগ চ্যাম্পিয়নশীপ কার ঘরে যাবে।

এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্টে ৩য় দল আর আবাহনী ১৪ পয়েন্ট নিয়েই নেট রান রেটে পেছনে থাকায় ৪র্থ দল।