ক্রীড়া প্রতিবেদক :

‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-১’ এর রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় তুরস্কের আন্তালিয়ায় পুরুষ বিভাগে ১১০ জন আরচ্যার অংশ নেয়।

৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের মো: সাগর ইসলাম ৬৫৭ স্কোর করে ২৯তম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৮ স্কোর করে ৫৯তম এবং মো: রোমান সানা ৬২৭ স্কোর করে ৮৬তম স্থান অর্জন করেন। ইলিমিনেশন (নক আউট) রাউন্ডের ১/৬৪ খেলায় মো: সাগর ইসলাম ৭-১ সেটে মরক্কো’র ‘এল বাউসউনি ওমর (ঊষ ইড়ঁংংড়ঁহর ঙসধৎ)’ কে, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-২ সেটে ক্রোয়েশিয়ার ‘কারনি লোভরো (ঈবৎহর খড়াৎড়)’ কে এবং মো: রোমান সানা ৬-০ সেটে গ্রেট ব্রিটেনের ‘উডগেট জেমস (ডড়ড়ফমধঃব ঔধসবং)’ কে পরাজিত করে ১/৩২ খেলায় উন্নীত হন।

আগামীকাল ২২ এপ্রিল ১/৩২ খেলায় মো: সাগর ইসলাম ইন্দোনেশিয়ার ‘সালসাবিল্লা রিয়াউ’ এর বিপক্ষে, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ইটালী’র ‘নেসপোলো মাউরো এর বিপক্ষে এবং মো: রোমান সানা তুরস্কের ‘মারাস এফে গুরকান’ এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় তুরস্কের আন্তালিয়ায় মহিলা বিভাগে ৮৮ জন আরচ্যার অংশ নেয়। ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬২৮ স্কোর করে ৪০তম, ফামিদা সুলতানা নিশা ৬২০ স্কোর করে ৫২তম এবং নাসরিন আক্তার ৬১১ স্কোর করে ৬৪তম স্থান অর্জন করেন।

আগামীকাল ২২ এপ্রিল ২০২২ তারিখে ইলিমিনেশন (নক আউট) রাউন্ডের ১/৩২ খেলায় দিয়া সিদ্দিকী স্লোভেনিয়ার ‘উমর আনা (টসবৎ অহধ)’ এর বিপক্ষে, ফামিদা সুলতানা নিশা ফ্রান্সের ‘এ্যাডিসম অড্রে (অফরপবড়স অঁফৎবু)’ এর বিপক্ষে এবং নাসরিন আক্তার চাইনিজ তাইপে’র ‘পেং চিয়া-মাও (চবহম ঈযরধ-গধড়)’ এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২৫টি দলের মধ্যে বাংলাদেশ (মো: সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং মো: রোমান সানা) ১৯৩২ স্কোর করে ১৬তম স্থান অর্জন করে। ইলিমিনেশন (নক আউট) রাউন্ডের ১/১২ খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ১৯টি দলের মধ্যে বাংলাদেশ ১৮৫৯ স্কোর করে ১২তম স্থান অর্জন করে। ইলিমিনেশন (নক আউট) রাউন্ডের ১/১২ খেলায় বাই পেয়ে ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হয়। ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল) খেলায় বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, ফামিদা সুলতানা নিশা ও নাসরিন আক্তার) ইটালী’র বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ২৮টি দলের মধ্যে বাংলাদেশ (মো: সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী) ১২৮৫ স্কোর করে ১৬তম স্থান অর্জন করে। আগামীকাল ২২ এপ্রিল ২০২২ তারিখে ১/১২ খেলায় বাংলাদেশ রোমানিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-১’ এ অংশগ্রহণের যাবতীয় ব্যয় সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।

টুর্নামেন্টের সকল ফলাফল এই লিঙ্কে পাওয়া যাবে: https://www.ianseo.net/Details.php?toId=10566