বিনোদন প্রতিবেদক :
সেদিন সাংবাদিক সম্মেলনে পরীমণি কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, ৮ জুন রাতে মদ্যপানরত একজন হঠাৎ জোর করে তাঁর মুখে মদের গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা। সকাল-সকাল বেলা দশটায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ নং আদালতে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির আনা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল আজ।
অসুস্থ শরীর নিয়ে পরীমণি হাজিরা দিলেও কয়েক ঘণ্টা পর তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশ দানের তারিখ ঠিক করেছেন আগামী ১৮ মে। উল্লেখ্য, মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি বর্তমানে অন্তঃসত্ত্বা।
পরীমণির জীবনে গত বছরের ৮ জুন কী ঘটেছিল? আদালতে সত্যের সন্ধান চলছে। তবে সবার মনে আছে সাংবাদিক সম্মেলনে পরীমণি কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকে সঙ্গে নিয়ে ঢাকার বোট ক্লাবে গিয়েছিলেন তিনি। সেখানে মদ্যপানরত কয়েক জনের সঙ্গে পরীমণির পরিচয় করিয়ে দেন অমি। তাঁদেরই একজন হঠাৎ জোর করে তাঁর মুখে মদের গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন।