জাতীয় প্রতিবেদক :
বেলা আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালতি হয়।
এসময় মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, দোকানে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও জুতা ক্রয়ের তালিকা দেখাতে পারেননি। অনেক জুতায় দামের ট্যাগও দেওয়া ছিল না। আবার অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন।
এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, এ দোকানকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ করলে আরও বেশি জরিমানা করা হবে।
ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।