ক্রীড়া ডেস্ক :
দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।
দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুণে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে।
দিল্লি দলের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার ফের করোনা পরীক্ষা করা হবে তাঁদের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার ম্যাচ রয়েছে দিল্লির। সেই ম্যাচের আগে ফের করোনা পরীক্ষা করা হবে সকলের। একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় মুম্বই থেকে পুণের উদ্দেশে রওনা দেয়নি দিল্লি ক্যাপিটালস। বুধবারের ম্যাচ সেই কারণে পুণে থেকে সরিয়ে আনা হল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।
দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।