সীমানা বিরোধের জের ধরে মারপিট ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ খান ও প্রতিবেশী ফরিদ গাজীর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ ফরিদ গাজীর জমিতে কাজ করতে গেলে দু’পক্ষের মধ্যে ঝগড়া লাগে।
একপর্যায়ে হামিদ খান ঘর থেকে তার লাইসেন্সি একনলা বন্দুক নিয়ে ফরিদ গাজীকে লক্ষ করে গুলি ছোড়েন। হামিদ খানের ভাই ওই সময় গুলি ঠেকাতে বন্দুক ধরে টান দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে বন্দুক দিয়ে ফরিদ গাজীকে পেটালে বন্দুকটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মারপিট ও ফাঁকা গুলির খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এসআই লতিফ বলেন, সীমানা বিরোধের জের ধরে ব্যবহৃত বন্দুকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাগেরহাট-মোড়েলগঞ্জ থেকে মোঃ মাহামুদুল হাসান শুভ।